Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সূর্যের হাসি ক্লিনিক

সূর্যের হাসি ক্লিনিক যে সব স্বাস্থ্যসেবা প্রদান করে:-

মায়ের স্বাস্থ্য:- গর্ভকালীন সেবা, ২৪ ঘন্টা নিরাপাদ প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, গর্ভপাতজনিত জটিলতার সেবা, প্রসব/ গর্ভপাত পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, প্রজননতন্ত্রের প্রদাহের সেবা,যৌনবাহিত রোগের সেবা।

পরিবার পরিকল্পনা পদ্ধতি  সেবা:- খাবার বড়ি, কনডম, ইনজেকশন, ইমপ্ল্যান্ট, পুরুষ বন্ধ্যাকরণ, মহিলা বন্ধ্যাকরণ, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, জরুরি গর্ভনিরোধক।

পুরুষ- নারীর সাধারণ রোগের চিকিৎসা:- গর্ভকালীন সেবা, ২৪ ঘন্টা নিরাপাদ প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, গর্ভপাতজনিত জটিলতার সেবা, প্রসব/ গর্ভপাত পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, প্রজননতন্ত্রের প্রদাহের সেবা,যৌনবাহিত রোগের সেবা, এইচআইভি।

কিশোর- কিশোরীর স্বাস্থ্য:- অবিবাহিতদের জন্য তথ্য ও কাউন্সিলিং , মায়ের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, টিটি/রুবেলাটিকা, পুষ্টি তথ্য।

শিশু স্বাস্থ্য:- ইপিআই টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল (বছরে ২বার), শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়বিয়া, শিশু রোগের সমন্বিত ব্যবস্থাপনা।

সংক্রামকরোগ:- যক্ষ্না, এইচআইভি,

অন্যান্য সেবাসমূহ:- আল্ট্রাসোনোগ্রাম, ল্যাবরেটরি টেস্ট(যেমন- রক্ত, মল, মূত্র ইত্যাদি), সুলভ মূল্যে ঔষধ, হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিন, নাক-কান ফোঁগানো, স্বাস্থ্যশিক্ষা।