Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

মার্চ/২০১৫ খ্রিঃ মাসিক সভার কার্যবিবরণীঃ

                                              সভাপতি ঃ        অমর জীবন চাকমা

                                    চেয়ারম্যান

                                    ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ

                                    নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সভার তারিখ         ঃ         ২৫/০৩/২০১৫ ইং

সভার সময়           ঃ         সকাল ১১.০০ ঘটিকা

সভার সহান          ঃ        ঘিলাছড়ি অসহায়ী অফিস কক্ষ।

 

উপসিহত সদস্য/সদস্যাগণের নামের তালিকা স্বাক্ষরের ত্রুমানুসারে পরিশিষ্ট "ক' তে উল্লেখ আছে ।

 

সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপসিহত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরত করেন। শুরততেই বিগত  মাসের সভার কার্য্যবিবরণী সভাপতি মহোদয় সভায় পাঠ করে শুনান। অতঃপর পরিষদের উত্তু কার্য্যবিবরণী আংশিক সংশোধ পূর্বখ অনুমোদন দেয়া হয়। পরে ওয়ার্ড ভিত্তিক নিমণবর্ণিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনামেত সিদ্ধামত গৃহীত হয়।

 

১নং ওয়ার্ডঃ১নং ওয়ার্ড সদস্য,  জ্ঞান রঞ্জন চাকমা,  সভায় জানান যে, তার ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিসিহতি স্বাভাবকি একটি বাড়ি একটি খামার এর কার্যত্রুম চলমান আছে বলে জানান। তার ওয়ার্ডে ১জন জৈব সার তৈরীর ব্যবসহা নিচ্ছেন বলে জানান। টিআর প্রকল্পের কাজ চলছে বলে জানান । তার ওয়ার্ডে পানিয় জলের সমস্যা নিরসনের জন্য রিংওয়েলের ব্যবসহা নেওয়ার প্রয়োজন বলে জানান। সমাপনী পরীক্ষার ফলাফল ভাল বলে জানান। জন্ম-মৃত্যুর তথ্য নাই বলে জানান।

 

২নং ওয়ার্ডঃ২নং ওয়ার্ড সদস্য,  পুলক চাকমা, সভায় বলেন যে,  তার ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক । খামারজাত সার প্রসতুত করা হয়েছে বলে জানান।  

 

৩নং ওয়ার্ডঃ৩নং ওয়ার্ড সদস্য, পূর্ণ জীবন চাকমা,  অনিবার্য্য কারণ বশতঃ সভায় অনুপসিহত থাকায় আলাপ-আলোচনা হয় নাই ।

 

৪নং ওয়ার্ডঃ৪নং ওয়ার্ড সদস্য,  সাধন কুমার চাকমা জানান যে,  তার  ওয়ার্ডের আইন-শৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক বলে জানান ।   শিক্ষার বিষয়ে বিদ্যালয় রীতিমত চলছে বলে জানান। কৃষি বিষয়ে তাহার নিজস্ব ক্ষেতের বাধা কপিতে রোগ দেখা দিয়েছে বলে জানান।  জৈবসার তৈরীর প্রসতুতি চলছে বলে জানান। 

 

৫নং ওয়ার্ডঃ৫নং ওয়ার্ড সদস্য, ধর্ম ধন চাকমা,  সভায় জানান যে, তার ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক। কৃষি ফলন তেমন ভাল হয় না বলে জানান। একটি বাড়ি একটি খামার এর কাজ চলমান । 

 

৬নং ওয়ার্ডঃ৬নং ওয়ার্ড সদস্য, অমর কামিত চাকমা,  অনিবার্য্য কারণ বশতঃ সভায় অনুপসিহত থাকায় আলাপ-আলোচনা হয় নাই ।

 

৭নং ওয়ার্ডঃ৭নং ওয়ার্ড সদস্য, লতিফ চাকমা সভায় জানান যে, আইন শৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক। জৈবসার তৈরী করতে সময় লাগবে বলে জানান। একটি বাড়ি একটি খামার এর সঞ্চয় জমা হচ্ছে না বলে জানান। জন্ম মৃত্যুর তথ্য পাওযা যায় নাই বলে জানান ।

৮নং ওয়ার্ডঃ৮নং ওয়ার্ড সদস্য, অনল বিজয় চাকমা সভায় জানান যে, তার ওয়ার্ডের আইন-শৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক । সমাপনী পরীক্ষার ফলাফল ভাল হয়েছে বলে জানান। উপবৃত্তি বাছাই হয়েছে বলে জানান।   জৈবসার প্রসতুত হয়েছে বলে জানান। 

৯নং ওয়ার্ডঃ৯নং ওয়ার্ড সদস্য, রদপম চাকমা সভায় জানান যে, আইন-শৃঙ্খলা পরিসিহতি স্বাভাবকি । বিদ্যালয় রীতিমত চলছে বলে জানান। 

 

১নং ওয়ার্ডঃ১নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা, সুমিতা চাকমা  সভায় জানান যে, তার ওয়ার্ডের আইন-শৃঙ্খলা পরিসিহতি স্বাভাবিক । তার ওয়ার্ডের সাধারণ সদস্যদের সাথে সমন্বয় ঘটে বলে জানান। কমিউনিটি ক্লিনিকে রিংওয়েলের ব্যবসহা নেওয়ার প্রয়োজন বলে জানান।   ঘিলাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের রিংওয়েল মেরামতের প্রয়োজন বলে জানান । ক্লিনিকে রীতিমত যোগাযোগ করেন বলে জানান ।

 

 

 

 

২নং ওয়ার্ডঃ২নং ওয়ার্ড সদস্যা, শুভ্রা চাকমা  সভায় জানান যে, তার ওয়ার্ডের আইন শঙ্খলা পরিসিহতি স্বাভাবিক অবসহা বিরাজ করছে। সমাপনী পরীক্ষার ১০০% পাশ করেছেন বলে জানান ।   

 

৩নং ওয়ার্ডঃ৩নং ওয়ার্ড সদস্যা, রমিতা চাকমা  সভায় জানান যে,  তার ওয়ার্ডের আইন শঙ্খলা পরিসিহতি স্বাভাবিক। বিদ্যালয়ে বেঞ্চের প্রয়োজন বলে জানান ।   ছাত্র/ছাত্রী বৃত্তি পেয়েছেন বলে জানান। 

গ্রাম পুলিশ দফাদার রদপায়ন চাকমা  সভায় জানান যে, যে হেতু আমরা স্বল্পবেতনভোগী তাই আসন্ন চৈত্র সংত্রুামিত বিঝু  উদযাপন করার জন্য আর্থিক বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য চেয়ারম্যান এর প্রতি অনুরোধ জানান ।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা: প্রীতিময় চাকমা সভায় জানান যে, তাহাদের কায্যত্রুম যথারীতি চলছে। সার প্রয়োগের বিষয়ে ইউরিয়া সারের প্রয়োজন কমাতে হবে । সুষম সার প্রয়োগ করতে হবে । খামারজাত সার জৈব সার তৈরীর প্রসতুতি নেওয়ার জন্য সদস্যদেরকে ধন্যবাদ জানান। ধানের পাতা মরিয়া যাওয়ার বিষয়ে ডায়াজিন ব্যবহার করার পরামর্শ দেন ।

পরিবার পরিকল্পনা পরিদর্শক : অমর বিকাশ চাকমা, সভায় জানান যে, তাহাদের কার্য্যত্রুম রীতিমত চলছে।   ত্রিুমানাশক ট্যাবল্যাট ব্যবহারে ভরাপেটে সেবন এবং ২ বৎসরের কম বয়সী শিশুদের সেবন করা নিষেধ বলে জানান । 

পরিবার পরিকল্পনা সহকারী পরিদর্শক : নিখিল কামিত দে, যক্ষা রোগের বিষয়ে সভায় উপসহাপন করেন । যক্ষা হলে রক্ষা নাই এ কথা ভিত্তি নাই। বর্তমানে চিকিৎসায় যক্ষা ভাল হয়। যক্ষার লক্ষন এক নাগারে ৩ সপ্তাহের অধিক কাশি হলে কফ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো প্রয়োজন বলে  জানান। ঠিকমত চিকিৎসার প্রয়োজন বলে জানান । বর্তমানে গরমের সময় ডায়রিয়া নিমোনিয়া/লতি দেখা দিতে পারে সাথে সাথে ডাত্তুারের পরামর্শ নেওযার পরামর্শ দেন।

             

 

 

 

পরিশেষে সভায় আর কোন বিষয় আলাপ-আলোচনা  না থাকায় সভাপতি মহোদয় সভা সমাপ্তি ঘোষনা করেন ।

 

স্বাঃ

(অমর জীবন চাকমা)

চেয়ারম্যান

৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ

নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।