ঘিলাছড়ি বাজাটি স্থাপিত হয় ১৯৯১ সালে বাজারটি স্থান দিয়া জন্য তৎকালী সময়ে ঘিলাছড়ি ইউনিয়নে কেতুকর্মা চাকমা চেয়ারম্যান হিসেবে ছিলেন। তিনি সকল তার ইউনিয়ন পরিষদে সদস্যদের নিয়ে এবং ঘিলাছড়ি এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বাজাটি গঠন করা জন্য ব্যবস্থা নেন। তাই এলাকা সকল মানুষ গুলো বাজার টি করা জন্য সমর্থন করে। এখন বাজার চৌধুরীছড়া হিসেবে আছেন বাবু হিহার বিন্দু চাকমা তিনি বাজারটি আরো উন্নতি করা জন্য ভিবিন্ন চেষ্টা করে আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস